দেশের একমাত্র ঘরোয়া টি২০ লিগ বিপিএলের বাইরে ক্রিকেটপ্রেমীদের আরও একটি টি-টোয়েন্টি লিগের চাওয়া ছিল দীর্ঘদিনের। তাদের চাওয়া অবশেষে পূরণ হতে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সংযোজন এনসিএল টি-টোয়েন্টি আয়োজনের মধ্য দিয়ে।
ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শুরু হচ্ছে বুধবার (১১ ডিসেম্বর)।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯ টায় ঢাকা-সিলেট ম্যাচ দিয়ে উদ্বোধন হবে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
দিনের অন্য তিন ম্যাচে সকাল ৯ টায় সিলেট আউটার স্টেডিয়াম ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ, দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগ এবং সিলেট আউটার স্টেডিয়ামে দুপুরে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগ মুখোমুখি হবে।
সিলেটের দুই ভেন্যুতে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে ৩২ ম্যাচের এই টুর্নামেন্ট। আট দল প্রতিদ্বন্দ্বিতা করবে দুই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়াম মিলিয়ে।
২০ ওভারের নতুন টুর্নামেন্টের ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসে। মাঠে বসেও খেলা দেখার ব্যাবস্থা রেখেছে বিসিবি। টিকিটের দাম রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০ টাকা। ১০০ টাকায় ক্লাব হাউজ এবং ৫০ টাকায় গ্যালারিতে বসে খেলা উপভোগ করা যাবে। টুর্নামেন্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গেটের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট।
২০ ওভারের টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। ২৪ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এনসিএল এর।
এদিকে এনসিএল দিয়েই দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে দেখা যাবে এই তারকা ব্যাটারকে।
তামিম সবশেষ ম্যাচ খেলেছেন প্রাইম ব্যাংকের জার্সিতে ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে। বিপিএল দিয়ে ডিসেম্বরের শেষ দিকে তার মাঠে ফেরার কথা থাকলেও ফিরছেন তার আগেই। দেশসেরা এই ব্যাটার চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন পাঁচ ম্যাচ।