সিলেটে বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে দুপুরে চট্টগ্রাম ও রংপুরের মধ্যকার ম্যাচে সবার চোখ ছিলো সাত মাস পর মাঠে খেলতে নামা দেশসেরা ওপেনার তামিম ইকবালের দিকে। কিন্তু তিনি সবাইকে পুরোপুরি হতাশ করেছেন। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে রান করেছেন মাত্র ১৩।
দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে এক ছয় ও এক চারের মারে ১০ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরে যান তামিম।
তবে সিনিয়র তামিমের ব্যাটিং ব্যর্থতার দিনে সিলেট আউটার স্টেডিয়ামে আলো ছড়িয়েছেন আরেক তামিম।
রাজশাহী বিভাগের সাথে ম্যাচে খুলনা বিভাগের হয়ে ফিফটি করেছেন সদ্য শেষ হওয়া যুব এশিয়াকাপ জয়ী দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আউট হওয়ার আগে ৩১ বলে ৫৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন এই বাহাতি ব্যাটার। তার ইনিংসে ৫টি ছক্কার মার ছিল।
সিনিয়র তামিমের ব্যর্থতারর পর চট্টগ্রামের বাকি ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে চট্টগ্রাম ১৩২ রানের বেশি তুলতে পারেনি।
সর্বোচ্চ ২৭ রান আসে অভিজ্ঞ মমিনুল হকের উইলো থেকে।
রংপুরের মুগ্ধ দারুন বোলিং করেছে। ৩ উইকেট নিয়ে চট্টগ্রামকে চাপে রাখেন এই পেসার।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতি হিসেবে এনসিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল।
তামিম সবশেষ ম্যাচ খেলেছেন প্রাইম ব্যাংকের জার্সিতে ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে। বিপিএল দিয়ে ডিসেম্বরের শেষ দিকে তার মাঠে ফেরার কথা থাকলেও ফিরেছেন তার আগেই। দেশসেরা এই ব্যাটার এনসিএলের হয়ে খেলবেন পাঁচ ম্যাচ।