• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

শেষ ওডিআইতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ১২ ডিসেম্বর, ২০২৪ ০৭:৪৫ পিএম

সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও আগে ব্যাট করবে বাংলাদেশ। টসে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ, আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশকে।

প্রথম দুই ম্যাচ টানা হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজে সফররত বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সম্মান রক্ষার লড়াইয়ে খেলতে নামা বাংলাদেশ তৃতীয় ম্যাচেও টসে হেরেছে। একাদশেও এসেছে বড় পরিবর্তন।  

সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও আগে ব্যাট করবে বাংলাদেশ। টসে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ, আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশকে।

আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে তিন পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানাকে। তাদের জায়গায় দলে ঢুকেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, কিসি কার্টি, শাই হোপ (উইকেটকিপার ও অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, আমির জাঙ্গু ও জেডি ব্লেডস।