• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

নিখোঁজের পাঁচ দিন ডোবায় মিলল বৃদ্ধের লাশ

নিজস্ব প্রতিবেদক ১২ মার্চ, ২০২৪ ০৯:৪৫ এএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজের পাঁচ-দিন পর মো. আবু সামা (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজের পাঁচ-দিন পর মো. আবু সামা (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।  আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের চালাষ ভদ্রবাড়ির একটি পরিত্যাক্ত ডোবায় লাশটি পাওয়া যায়। 

নিহত ব্যক্তি মো. আবু সামা পৌর শহরের চালাষ উত্তরপাড়া (ভদ্রবাড়ি) এলাকার মো. হানিফের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত্র ছিলেন।

নিহতের ছেলে মো. আল-আমিন ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পাঁচ-দিনে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্থানীয় ডোবায় লাশটি ভাসমান অবস্থায় দেখে ধনবাড়ী থানা-পুলিশকে খবর দেয়। পরে থানা-পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত হোসেন। তিনি বলেন, ‘‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’’


Tags: