• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

‘ড. রাজ্জাককে দলের প্রতি কাজ কারার আহবান আওয়ামী লীগের’

নিজস্ব প্রতিবেদক ২৫ মে, ২০২৪ ০৫:৩৩ পিএম

এর আগে গত ৩১ মার্চ প্রধানমন্ত্রীর কাছে ড. রাজ্জাকের বিরুদ্ধে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নানা অভিযোগপত্র জমা দেন।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী কর্মী, সমর্থক ও ভোটারদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীরা বক্তব্য দেন। 

সভায় টাঙ্গাইল -১ (মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসনের এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে দলের প্রতি কাজ করার আহবান জানান নেতাকর্মীরা। 

 নির্বাচনের অংশ নেওয়া পরাজিত প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের পক্ষে গত শুক্রবার (২৪ মে) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ধনবাড়ী সরকারী কলেজ মাঠে এই সভাটি হয়। তপন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের পৌর মেয়র।

নেতাকর্মীরা বলেন, দলের সিদ্ধান্তকে অমান্য করে ড. রাজ্জাক তাঁর খালাতো ভাইকে হারুনার রশীদ হীরাকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী করেন। কোটি কোটি টাকা খরচ করে ঘোড়া প্রতীকে ভোট কিনেন হীরা। ভোট কিনে বিজয়ী হতে বিএনপি’র নেতাদেরও টাকা দেন তিনি। হীরাকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের চাপ প্রয়োগ করেন ড. রাজ্জাক। ফলে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এত কিছু করার পরও তাঁর ভাই ০৮ মে'র নির্বাচনে বিজয়ী হতে পারেনি।

ড. রাজ্জাককে এ সময় তাঁরা উদ্দেশ্য করে বলেন, ‘আপনি দলের প্রতি কাজ করুন। নেতাকর্মীদের ভালোবাসুন এবং তাদের পাশে থাকুন।’ আপনার ভাই কাওসার মানুষের কোটি কোটি টাকার সম্পদ লুটে নিয়েছে। আপনার কারণে উপজেলা আওয়ামী লীগ ক্ষতির মুখে পড়েছে। লোকজন আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবানও জানান নেতাকর্মীরা।’

এদিন দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থানের আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে ধনবাড়ী সরকারী কলেজ মাঠে উপস্থিত হন। মতবিনিময়ে হাজারও লোকে লোকারণ্যে পরিণত হয়। স্লোগানে-স্লোগানে উত্তাল হয় মাঠ।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মনজুরুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক মাসুদ তালুকদার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মেহেরুল হাসান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, কাউন্সিলর বাদশা মিয়া, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামানক উজ্জল, ফেরদৌস আহমদ, আওয়ামী লীগ নেতা স্বপন ঘোষ, শাহরিয়ার আলম শিবলুসহ আরও অনেকে।

এর আগে গত ৩১ মার্চ প্রধানমন্ত্রীর কাছে ড. রাজ্জাকের বিরুদ্ধে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নানা অভিযোগপত্র জমা দেন।

Tags: