• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

‘ফিফটির ফিফটি’ করে রানে ফিরলেন তামিম ইকবাল

টিএন২৪ প্রতিবেদক ১২ ডিসেম্বর, ২০২৪ ১২:৫২ পিএম

সিলেটে দৃষ্টিনন্দন সব শট খেলে প্রায় দুইশ স্ট্রাইক রেটে ফিফটি করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

সিলেটে বুধবার থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে সাত মাস পর মাঠের ক্রিকেটে ফিরে সবাইকে হতাশ করলেও দেশসেরা ওপেনার তামিম ইকবাল জ্বলে উঠলেন দ্বিতীয় ম্যাচেই।

দৃষ্টিনন্দন সব শট খেলে প্রায় দুইশ স্ট্রাইক রেটে ফিফটি করলেন তিনি।

বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে খেলা দেরি করে শুরু হওয়ায় ১৫ ওভারে নেমে আসে ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে সকালে চট্টগ্রাম বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তামিম। হাফসেঞ্চুরিতে পৌঁছাতে তার লাগে ২৭ বল।

তোফায়েল আহমেদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে খালেদ আহমেদের হাতে তালুবন্দি হওয়ার আগে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। তার  ইনিংসের স্ট্রাইক রেট ছিল ১৯৬.৯৭। তামিমের বিধ্বংসী ইনিংসের পর 

টি-টোয়েন্টি ক্রিকেটে তার পঞ্চাশতম ফিফটি এটি। এছাড়াও আছে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির রেকর্ড।

তামিমের বিদায়ের পর চট্টগ্রামের আর কেউই উল্লেখযোগ্য কোন ইনিংস খেলেতে পারেনি। যে কারনে তারা ৯ উইকেটে ১৪৫ রানের বেশি করতে পারেনি। 

ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন। সাব্বির হোসেন সিকদার করেন ১৫ রান। ম্যাচ 

সিলেট বিভাগের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ। তোফায়েল আহমেদ ২ এবং এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি একটি করে উইকেট শিকার করেন।

এই টুর্নামেন্ট দিয়েই সাত মাস পর মাঠের ক্রিকেটে ফিরেছেন তামিম। প্রথম ম্যাচে বুধবার রংপুর বিভাগের বিপক্ষে একটি ছক্কা ও চারে ১০ বলে ১৩ রান করে বোল্ড হয়ে যান তিনি।