সৌদি আরব ২০৩৪ সালে এককভাবে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ। বুধবার ফিফা বিষয়টি চূড়ান্ত করেছে। অস্ট্রেলিয়া ও জাপান শুরুতে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে আগ্রহী হলেও পরে তারা আবেদন করেনি। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে সৌদি।
১০ বছর পরের এই বিশ্বকাপ ইতিহাসের সেরা হবে বলে মন্তব্য করেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলা ক্রিস্টিয়ানো রোনালদো।
সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার সোস্যাল মাধ্যমে বলেন, ‘২০৩৪ বিশ্বকাপ হবে সর্বকালের সেরা। এটা অসাধারণ। এখানকার অবকাঠামো, স্টেডিয়াম, ভক্তদের জন্য পরিবেশ এবং সবকিছু মিলিয়ে আমি যা দেখিছি, আমি আশ্বস্ত যে, সৌদির বিশ্বকাপ হবে বিশ্বকাপ ইতিহাসের সেরা।’
রোনালদোর মতে, সৌদির ফুটবল দ্রুত এগোচ্ছে। এই উত্থানের অংশ হতে পেরে উচ্ছ্বসিত তিনি, ‘সৌদির ফুটবল গত বছর খুব দ্রুত এগিয়েছে। পার্থক্য যদি দেখেন, এটা অসাধারণ। এই লিগে বিশ্বের সেরা সাত-আট ক্লাবের কয়েকটি আছে, যাদের হারানো কঠিন। খেলোয়াড়দেরও দ্রুত উন্নতি হয়েছে।’
দেশ হিসেবে সৌদি আরব এবং সেখানকার মানুষও অসাধারণ বলে মন্তব্য করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটটেড তারকা, ‘অসাধারণ দেশ। সৌদির মানুষ খুব ভালো। প্রতি বছর তারা ফুটবল, বক্সিংসহ বড় বড় ইভেন্ট আয়োজন করে। আমার মনে হয়, এখানকার ফুটবলের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আমি এর অংশ হতে পেরে খুশি।’