• বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪
logo

‘হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকচাপা হত্যাচেষ্টা নাকি নিরেট দুর্ঘটনা’

টিএন২৪ ডেস্ক ২৮ নভেম্বর, ২০২৪ ০৪:৫৬ এএম

হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেটকারকে ট্রাকচাপা! হত্যাচেষ্টা না নিরেট দুর্ঘটনা? তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে ট্রাকচাপা দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির।

পোস্টে তিনি লেখেন, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেটকারকে ট্রাকচাপা! হত্যাচেষ্টা না নিরেট দুর্ঘটনা? তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দেয় ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

হাসনাত ও সারজিস দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবর জিয়ারত শেষে ফিরছিলেন হাসনাত ও সারজিস।