ইনজুরির কারণে এক মাসের বেশি মাঠের বাইরে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজ সফরেও যেতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। খেলতে পারেননি এনসিএল টি-টোয়েন্টির প্রথম দুই রাউন্ডেও। তবে চোট কাটিয়ে মাঠে ফিরেই দেখালেন ব্যাটিং ঝলক।
এক দিন বিরতি দিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) সিলেটে শুরু হয়েছে এনসিএল টি-টোয়েন্টির তৃতীয় রাউন্ড। এ রাউন্ড দিয়েই মাঠে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ওপেনিংয়ে নেমে করেছেন ৮১ রান। ৫৪ বলের ইনিংসে টাইগার অধিনায়ক ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন।
সিলেটের একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৪ রান তুলেছে রাজশাহী। এতে বড় অবদান অধিনায়ক শান্তর। ওপেনিংয়ে নেমে খেলেছেন ৫৪ বলের ঝড়ো ইনিংস যার স্ট্রাইকরেট ছিলো ১৪৮.১৫। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানের সঙ্গে তার ৯.৫ ওভার স্থায়ী ওপেনিং জুটিতে এসেছে ৮৯ রান। হাবিবুর খেলেছেন ৩৩ বলে ১ চার ৫ ছক্কায় ৪৭ রানের ইনিংস।
বরিশালের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন মঈন খান ও মেহেদি হাসান।
এর আগে চোটের কারণে শেষ ওয়ানডে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ থেকে তিনি ছিটকে যান। তার জায়গায় টেস্ট আর ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ; টি-টোয়েন্টিতে দেবেন লিটন দাস।