ঢাকার গাজীপুর পূর্বাচলে রোববার (১৭ নভেম্বর) সকালে শুরু হওয়া সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচেই ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমিকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যচেও বড় জয় তুলে নিয়েছে চট্রগ্রাম থেকে আগত কোয়ালিটি স্কুল অব ক্রিকেট।
বিকেলে গ্রুপ এ পর্বের দ্বিতীয় ম্যাচে লেকপুরী খেলার মাঠে চিটাগাং রয়্যালসকে ৯৪-রানের বড় ব্যবধানে হারিয়েছে কোয়ালিটি।
ই-কুরিয়ার কোম্পানি সুরক্ষিত এর আয়োজনে এর আগে সকালে ১০০ বলের এই টুর্নামেন্টে ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমিকে ১৯৩ রানে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করে কোয়ালিটি।
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পেয়েছে চট্রগ্রাম থেকে আগত এই দলটি। প্রথম ম্যাচে সুমন মিয়ার ১৩ ছক্কায় শতরানের পর এবার সেঞ্চুরি করেছে কোয়ালিটির ওপেনার ফাহিম। ফাহিমের ৫২-বলে ১০২ এবং দলনায়ক এরশাত হোসেনের ৬৩ রানের উপর ভর করে কোয়ালিটির দলীয় সংগ্রহ গিয়ে দাড়ায় ১০০ বলে ১৮৫ রান।
পাঁচ বলের ওভার ম্যাচে রয়্যালস শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ১০০ বলে ৯১ রান তুলতে সমর্থ হয়। শতরান করা ফাহিমই হন ম্যান অব দি ম্যাচ। পর পর দুই জয়ের পর কোয়ালিটি এ গ্রুপে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে দিনের শেষ ম্যাচে চিটাগাং রয়্যালসকে ১০-উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে চিটাগাং টাইগার্স।
প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাং টাইগার্স বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৩২ রানে অলআউট হয় রয়্যালস। রয়্যালসের ওপেনার আমিনুল (১৪) দুই অঙ্ক ছুঁতে পারা একমাত্র ব্যাটার।
চিটাগাং টাইগার্স এর বোলার জেমো তিন উইকেট নেন মাত্র চার রানের বিনিময়ে। জবাবে কোনো উইকেট না হারিয়েই লক্ষে পৌঁছে যায় টাইগার্স। এর আগে দুপুরে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি গোল্ডেন ফাউন্ডেশনের কর্ণধার জনাব সরওয়ার হোসেইন শামীম।
১৫ দিনব্যপি এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গোল্ডেন সাব্লিমেশন প্রিন্টিং। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালবেলা। খেলা সরাসরি সম্প্রচার করছে ক্যমসবিডি।
সর্বমোট ২৪ টি দল অংশগ্রহন করছে ১৫ দিনব্যপি এই টুর্নামেন্টে। প্রতিদিন ৩ টি খেলা অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লীগের ১০০ বলের টুর্নামেন্ট। রাউন্ড রবিন লীগ শেষ হওয়ার পর খেলা গড়াবে ফাইনালে।
ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা। অন্যদিকে রানারআপ দল পাবে ট্রফির সাথে ২০ হাজার টাকা। টুর্নামেন্টের সেরা প্লেয়ার ও ভালো পারফরম্যান্সকারীও পাবে আকর্ষণীয় পুরস্কার।