ঢাকার গাজীপুর পূর্বাচলে চলমান সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের বি গ্রুপের খেলা শুরু হয়েছে মঙ্গলবার (১৯ নভেম্বর)। লেকপরী খেলার মাঠে মঙ্গলবার সুদূর নাটোর থেকে আগত নাটোর ফিউচার স্টারস এর সাথে হেসেখেলে জয়লাভ করে ঢাকার দল ইজি বাংলা লিমিটেড।
১০০ বলের লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকার মোহাম্মদপুরের দল ইজি বাংলা ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেনি। নয় উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে তারা যার মধ্যে অধিনায়ক হৃদয় একাই করেন ৪৪ রান। ২২ বলের ঝড়ো ইনিংসে কোন বাউন্ডারি না থাকলেও ছিলো ছয়টি বিশাল ছক্কার মার। নাটোর ফিউচার স্টারস এর বোলার খালেক তিন উইকেট শিকার করে মাত্র ২০ রানের বিনিময়ে।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হৃদয় আর করিমুলের বিধ্বংসী স্পেলে তোপের মুখে পড়ে নাটোর ফিউচার স্টারস এর ব্যাটাররা। ঢাকার বোলারদের বিপক্ষে কেউই স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারছিলোনা।
উদ্বোধনী জুটি ১৪ রান করলেও এরপর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নাটোর ফিউচার স্টারস শেষ পর্যন্ত অল-আউট হয় মাত্র ৫৭ রানে।
নাটোরের ওপেনার সায়মন (১২) এবং শুভ হাসান (১০) কেবল দুই অঙ্ক ছুঁতে পেরেছে।
ব্যাটিংয়ে অধিনায়কোচিত ও সময়োপযোগী ইনিংস উপহার দেওয়ার পর বল হাতেও দুর্দান্ত ছিলো হৃদয়। তিন উইকেট নিয়ে নাটোরকে চাপে ফেলেন এই তরুন অলরাউন্ডার। তাই ম্যচসেরার উপহার উঠে তার হাতেই।
এর আগে এ গ্রুপ থেকে চট্টগ্রামের দুই দল কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এবং চট্টগ্রাম টাইগার্স সুপার সিক্স নিশ্চিত করে। একঝাক ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে ই-কুরিয়ার কোম্পানি সুরক্ষিত এর আয়োজনে চলছে ১০০ বলের এই ক্রিকেট টুর্নামেন্ট।
সর্বমোট ২৪ টি দল অংশগ্রহন করছে ১৫ দিনব্যপি এই টুর্নামেন্টে। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা। অন্যদিকে রানারআপ দল পাবে ট্রফির সাথে ২০ হাজার টাকা।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গোল্ডেন সাব্লিমেশন প্রিন্টিং। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালবেলা। খেলা সরাসরি ইউটিউবে লাইভ দেখাচ্ছে ক্যমসবিডি।