• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক শুরু

টিএন২৪ ডেস্ক ০৯ ডিসেম্বর, ২০২৪ ০১:০৬ পিএম

চলমান অস্থিরতার মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ও সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ঢাকা ও দিল্লির মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) চলছে।

চলমান অস্থিরতার মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ও সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ঢাকা ও দিল্লির মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) চলছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এফওসি শুরু হয়।

কূটনৈতিক সূত্র বলে, ভারতের পররাষ্ট্র সচিব পদ্মায় প্রবেশ করলে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। প‌রে একান্তে কিছুসময় আলাপ-আলোচনা করার কথা জসীম-‌মি‌শ্রির। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ।

জানা গেছে, বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে। বৈঠকে বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত হত্যা, পানি বণ্টন ছাড়াও আরও অনেক বিষয় থাকবে।