• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

দ্বিতীয় সেশনে উইকেটই ফেলতে পারলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ২২ মার্চ, ২০২৪ ০৩:০৪ পিএম

প্রথম সেশনেই যা কর্তৃত্ব করতে পারলো বাংলাদেশ। দ্বিতীয় সেশনে কোনও উইকেটই নিতে পারেনি তারা। ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে লঙ্কান দল।

প্রথম টেস্ট, প্রথম দিন- সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৪৯ ওভারে প্রথম ইনিংসে ২১৭/৫ (কামিন্দু ৭৫*, ধনাঞ্জয়া ৮৩*; মাদুশকা ২, মেন্ডিস ১৬, করুনারত্নে ১৭, ম্যাথুজ ৫, চান্ডিমাল ৯)

প্রথম সেশনেই যা কর্তৃত্ব করতে পারলো বাংলাদেশ। দ্বিতীয় সেশনে কোনও উইকেটই নিতে পারেনি তারা। ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে লঙ্কান দল। বিশেষ করে ষষ্ঠ উইকেট জুটিতে কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার অবিচ্ছিন্ন ১৬০ রানের জুটিতে লঙ্কানরা ঘুরে দাঁড়িয়েছে। দ্বিতীয় সেশনে চায়ের বিরতিতে যাওয়ার আগে সংগ্রহ করেছে ৫ উইকেটে ২১৭ রান। 

বিরতির পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনোযোগী ছিলেন দুজন। ফিফটি তুলে শত রানের দিকেও ছুটে যাচ্ছেন। তাতে এই সেশনে যোগ হয়েছে ১২৫ রান।  

৫৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক ধনাঞ্জয়া ও কামিন্দু মিলে আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েছেন। লাঞ্চ থেকে ফিরে যেন আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনোযোগী হন দুজন। তাতে গতিশীল হয় রানের চাকাও। অবিচ্ছিন্ন জুটিতে দুজনে আবার ফিফটিও তুলে নিয়েছেন। এটি ধনাঞ্জয়ার ১৪তম ফিফটি আর কামিন্দুর দ্বিতীয়।  

সিলেটে প্রথম টেস্টে যে লক্ষ্যে শুরুতে বোলিং নেওয়া তাতে সফল হয়েছে বাংলাদেশ। লাঞ্চের আগেই লঙ্কানদের ৫ উইকেট তুলে প্রথম ইনিংসে কর্তৃত্ব করেছে স্বাগতিক দল। যার পেছনে বড় অবদান পেসার খালেদ আহমেদের। তিনি একাই টপ অর্ডারের ৩ উইকেট নিয়েছেন। বিদায় দিয়েছেন নিশান মাদুশকা (২), কুশল মেন্ডিস (১৬) ও দিমুথ করুনরাত্নেকে (১৭)। শান্তর দারুণ থ্রোতে অ্যাঞ্জেলো ম্যাথুজ আউট হলে পঞ্চাশের আগেই ৪ উইকেট তুলে লঙ্কানদের কঠিন চাপে ফেলতে পারে বাংলাদেশ। তার পর ৫৭ রানে শরিফুলের আঘাতে চান্ডিমাল বিদায় নিলে প্রথম সেশনেই সফরকারীরা কোণঠাসা হয়ে পড়ে। শরিফুল ষষ্ঠ উইকেট নেওয়ারও সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু কামিন্দু মেন্ডিসের ক্যাচ নিতে পারেননি মাহমুদুল হাসান জয়। যার সুযোগে কামিন্দু ও অধিনায়ক ধনাঞ্জয়া মিলে লাঞ্চের আগ পর্যন্ত প্রতিরোধ গড়ে খেলতে পেরেছেন। তাদের জুটিতে যোগ হয়েছে ৩৫ রান।  প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৯২ রান। 

Tags: