• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট খালেদ একাই নিলেন ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক ২২ মার্চ, ২০২৪ ১১:২০ এএম

দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারানোর পর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে। ৩৭ রান যোগ করেন তারা। যদিও তাদের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি।

প্রথম টেস্ট, প্রথম দিন- সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১২ ওভারে ৪৭/৪ (চান্ডিমাল ০*, ম্যাথুজ ১*; মাদুশকা ২, মেন্ডিস ১৬, করুনারত্নে ১৭)

দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারানোর পর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে। ৩৭ রান যোগ করেন তারা। যদিও তাদের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ১১.২ ওভারে মেন্ডিসকে দ্বিতীয় শিকার বানিয়েছেন খালেদ। তার শর্ট ও উয়াইড ডেলিভারিতে যথেষ্ট বাউন্স পেয়েছিল। তাৎক্ষণিকভাবে তাতে বিভ্রান্ত হন মেন্ডিস। খেলবেন নাকি ছেড়ে দিবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। কাট করতে গিয়ে ব্যাট পরে সরিয়ে নিতে গেলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। বল ব্যাটে স্পর্শ করে চলে যায় গালিতে থাকা জাকির হাসানের হাতে। কুশল ২৬ বলে ১৬ রানে ফিরেছেন। একই ওভারের শেষ বলে দিমুথ করুনারত্নেকেও বোল্ড করে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন খালেদ। তার ভেতরে ঢুকে পড়া বলে যথেষ্ট গ্যাপ রেখে খেলার চেষ্টা করেছিলেন লঙ্কান ওপেনার। ফলাফল বল ফাঁক গলে আঘাত করে তার অফ স্টাম্পে। তাতে ১৭ রানে থেমেছেন করুনারত্নে।   

মেঘলা কন্ডিশনের কারণে টস জিতেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, সকালের কন্ডিশনটা কাজে লাগাতে চাইবেন। সেই লক্ষ্যে সফলও হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ওপেনার মাদুশকাকে সাজঘরে পাঠিয়েছেন পেসার খালেদ আহমেদ। তার ফুলার লেংথের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়েছেন লঙ্কান ওপেনার। ফেরার আগে মাত্র ২ রান করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ক্রিকেটের কুলীন ফরম্যাট টেস্টে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রাখতে সিলেটে সিরিজের প্রথম টেস্টে আজ খেলতে নামছে। শুরুতে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক দল। 

৯ বছরে এবারই প্রথম বাংলাদেশ ঘরের মাঠে কোনও টেস্টে টস জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছে। সর্বশেষ বার পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং নিলেও সেই টেস্ট ৩২৮ রানে হেরেছিল তারা। 

Tags: