ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম ম্যাচে আজ ঢাকা ও সিলেটের ব্যাটসম্যানরা রিতিমত ছক্কা উৎসবে মেতেছিলো। তবে শেষ হাসি হাসলো ঢাকা। রোমাঞ্চকর ম্যাচে সিলেট বিভাগকে ৬ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করলো ঢাকা বিভাগ।
এর আগে সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বোলারদের নিয়ে যেন ছেলেখেলা করেছিলো সিলেট বিভাগের ওপেনার জিসান আলম।
ঢাকার বিপক্ষে ১০ ছক্কায় ৫৩ বলে ১০০ রান করে রেকর্ড গড়েন এই মারকুটে ব্যাটসম্যান। এর মধ্যে এক ওভারে টানা ৫ ছক্কাসহ তুলেছেন ৩২ রান। আর তাতেই সিলেট পেয়ে যায় ২০৬ রানের বিশাল পুঁজি।
তবে তার ৫২ বলে সেঞ্চরিকে ম্লান করে দিয়েছে ঢাকা বিভাগের আরিফুল ইসলামের ৪৬ বলে ৯৪ রানের ইনিংস।
তবে জয়ের নায়ক শুভাগত হোম। জন্য শেষ ওভারে ঢাকার দরকার ছিল ১২ রান। শেষ বলে দরকার ছিলো ৫ রান। তোফায়েল আহমেদের করা শেষ বলে লং অফ দিয়ে পাঠিয়ে দেন সীমানার ওপারে। আর তাতেই দারুন জয় পায় ঢাকা বিভাগ।
এমন রোমাঞ্চকর ম্যাচে দুই দল মিলিয়ে রান হয়েছে ৪১২ আর ছক্কা হয়েছে ২৫ টি।
সিলেটের ওপেনার জিসান ৪ বাউন্ডারির সঙ্গে মারেন ১০ ছক্কা, যার পাঁচটাই মারেন আরাফাত সানি জুনিয়রের এক ওভারে। জবাবে ঢাকার আরিফুল ৬ বাউন্ডারির সাথে ৮ টি ছক্কা মারেন। তিনিই হন ম্যাচসেরা।
জয়ের নায়ক শুভাগত হোম করেন ১৮ বলে ৩১ রান। অপরাজিত থাকা উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল হাসান অঙ্কন করেন ২৩ বলে ৩০।
দিনের অন্য ম্যাচে সিলেট আউটার স্টেডিয়ামে বরিশালকে সহজেই হারিয়েছে ঢাকা মেট্রো। নাঈম শেখ (৩৫ বলে ৬৫), ইমরানুজ্জামানের (৩৩ বলে ৫৩) ফিফটিতে ঢাকা মেট্রোর ১৯২ রানের জবাবে ১৬১ রানে থামে বরিশাল। দলের হারের মাঝে ৫২ বলে ৭৭ করেন ফজলে রাব্বি মাহমুদ।
এদিকে দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগ এবং সিলেট আউটার স্টেডিয়ামে দুপুরে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগ মুখোমুখি হচ্ছে।
সিলেটের দুই ভেন্যুতে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে ৩২ ম্যাচের এই টুর্নামেন্ট। আট দল প্রতিদ্বন্দ্বিতা করবে দুই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়াম মিলিয়ে।
২০ ওভারের নতুন টুর্নামেন্টের ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসে। মাঠে বসেও খেলা দেখার ব্যাবস্থা রেখেছে বিসিবি। টিকিটের দাম রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০ টাকা। ১০০ টাকায় ক্লাব হাউজ এবং ৫০ টাকায় গ্যালারিতে বসে খেলা উপভোগ করা যাবে। টুর্নামেন্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গেটের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট।