• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা

ধনবাড়ী প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

টাঙ্গাইলের ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দিনব্যাপী ধনবাড়ী আনন্দ ভবন নামক একটি বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম হাই। 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সমিতির উপদেষ্টা অধ্যক্ষ  ইকবাল হোসেন তালুকদার, আ. ছালাম, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, সমিতির সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। 

সমিতির পক্ষ হতে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাকে সম্মানা প্রদান, ১৯ জন মৃত সদস্যের পরিবারকে মরণোত্তর হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়। শেষে লটারীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Tags: