ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে ব্যাকফুটে রয়েছে সফরকারী বাংলাদেশ। প্রায় তিনশ ছুঁইছুঁই টার্গেট দিয়েও বড় ব্যাবধানেই ম্যাচ হেরেছে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে তাই জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। সিরিজে টিকে থাকার আশা নিয়ে সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাদের টানা ১১ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডের ইতি ঘটলো। এছাড়া টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া হবার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে টাইগাররা।
রেকর্ড ধরে রাখতে ও সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘গতকাল যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য।’
প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের নির্বিষ বোলিংয়ের কারনে বাংলাদেশকে প্রায় তিনশ ছুঁইছুঁই টার্গেট দিয়েও হারতে হয়েছে। তাই সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দলে মিলেছে পরিবর্তনের আভাস। একাদশেও বোলিংয়ে আনা হতে পারে পরিবর্তন।
নাহিদ রানা অথবা তানজিম হাসান সাকিবের জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলামকে। এর বাইরেও লেগস্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, জাকের আলী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।