মহান বিজয় দিবসের ৫৪ বছর উপলক্ষে মহানগরী কালচারাল ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে বুধবার (৪ ডিসেম্বর) 'নাগরিকের ভাবনা : বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কৃতি কোন পথে' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সংগঠনের উপদেষ্টা ড. আ.ন.ম এহছানুল হক মিলন।
সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক তথ্যসচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ।
আরো উপস্তিত ছিলেন প্রধান আলোচক মাহমুদ আল ফয়সাল, এস এ টেলিভিশনের বার্তা প্রধান মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের সহ-সভাপতি লায়ন এসএম মতিউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, দৈনিক চাঁদপুর জমিন'র সম্পাদক-প্রকাশক এস.এম. শামসুল হক।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন মহানগরী সাংস্কৃতিক ফোরামের অন্যতম উপদেষ্টা, ড. মোহাম্মদ আলমগীর হোসাইন, সূচনা বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম কাঞ্চন।
আরো আলোচনা করেন মহানগরী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সৃজনশীল সংগঠক ও বিএনপি নেতা মোঃ মাজেদুল ইসলাম মরন, নারী উদ্যোক্তা ও মহানগরী সাংস্কৃতিক ফোরাম এর উপদেষ্টা নাসিমা বেগম নিশা।