• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াবেন যেভাবে

টিএন২৪ ডেস্ক ১২ ডিসেম্বর, ২০২৪ ১২:৪৭ পিএম

শীতের সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কিছু নিয়ম মেনে চললে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

শীতে বাড়ে হৃদরোগের ঝুঁকি। কারণ এ সময় বেড়ে যায় রক্তচাপ। উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো রোগের জেরে বেড়েই চলেছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা।

আর এই ভয় বেশি হয় শীতকালে। এই মৌসুমই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে। শীতের সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কিছু নিয়ম মেনে চললে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

গ্রীষ্মকালে শরীর অনেক বেশি ঘামায়। ফলে শরীর থেকে অতিরিক্ত লবণ বের হয়ে যায়। কিন্তু শীতকালে সেটা হয় না। পাশাপাশি শীতকালে শরীর তাপ সংরক্ষণের জন্য রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। ছোটখাটো ব্লকেজগুলোও বড় আকার ধারণ করে।

এ কারণেই দেহে রক্ত সঞ্চালনে বাধা তৈরি হয় এবং রক্তচাপ বেড়ে যায়। এখান থেকেই হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি বায়ু দূষণ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে গেলে লাইফস্টাইলে পরিবর্তন আনা দরকার। সাধারণত নিয়মিত শরীরচর্চা করলে, স্বাস্থ্যকর খাবার খেলে ও মানসিক চাপ কমালে হৃদরোগের আশঙ্কা এড়ানো যায়। তবে শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে গেলে আরেকটু সতর্ক থাকতে হবে। সেগুলো হচ্ছে-

১. শীতকালে দূষণের মাত্রা বেড়ে যায় এবং এর জেরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, তাই বায়ু দূষণ এড়াতে হবে।

২. সকালবেলা যখন বায়ু দূষণের মাত্রা বেশি থাকে, তখন বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।

৩. বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করুন।

৪. হার্টের রোগীরা ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার টিকা নিয়ে রাখুন।

৫. নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে, পাশাপাশি শরীরকে গরম রাখতে হবে।

৬. এসব সতর্কতা মেনে চললে শীতে আর হার্ট অ্যাটাকের ভয় থাকবে না।