• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

ইসিবির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ৫০ ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৬:২৮ পিএম

টেলিগ্রাফের খবর অনুসারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নো-অবজেকশন সার্টিফিকেট (এওসি) নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ৫০ জন ইংলিশ ক্রিকেটার ২০২৫ সালের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছেন।

টেলিগ্রাফের খবর অনুসারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নো-অবজেকশন সার্টিফিকেট (এওসি) নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ৫০ জন ইংলিশ ক্রিকেটার ২০২৫ সালের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছেন। 

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, কাউন্টি দলের সঙ্গে লাল বলের ক্রিকেট খেলার চুক্তি থাকলে বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হবে না। অর্থাৎ, কাউন্টি ক্রিকেটের (ইংল্যান্ডে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট) সময় যদি অন্য দেশের টি-টোয়েন্টি লিগ থাকে তাহলে লাল বলের ক্রিকেটই খেলতে হবে ইংরেজ ক্রিকেটারদের। সেই সঙ্গে হান্ড্রেডের সময় যদি অন্য দেশের লিগ থাকে তা হলেও ছাড়পত্র দেওয়া হবে না। ছাড় দেওয়া হবে সেই ক্রিকেটারদের, যাদের কাউন্টি দলের সঙ্গে শুধু সাদা বল খেলার চুক্তি রয়েছে।

ইসিবির এই নিয়ম মানলে ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক দেশের লিগেই খেলা হবে না। মেজর ক্রিকেট লিগ, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো লিগগুলো কাউন্টির সময় হতে পারে। তবে আইপিএলের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে, যা ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অর্থাৎ, কাউন্টি না খেলে আইপিএল খেলতে চাইলে ছাড়পত্র দেবে ইসিবি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ৫০ জন শীর্ষ ইংলিশ ক্রিকেটার আসন্ন হান্ড্রেড টুর্নামেন্ট বয়কট করার কথা ভাবছেন। যাকে বলা হচ্ছে- বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যেতে ইসিবির এনওসি বা অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ। তবে ৫০ জন ক্রিকেটার কারা সেটা প্রকাশ করেনি টেলিগ্রাফ। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা কোনও ক্রিকেটার এই ৫০ জনের মধ্যে রয়েছেন কি না সেটাও জানা যায়নি।