অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ১৯৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৮ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ২০০ রানও অতিক্রম করতে পারেনি জুনিয়র টাইগাররা।
শুরুতেই বিপদে পরে যুবরা। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। ৬৫ বলে ২০ রান করে বেশিক্ষন থাকতে পারেননি জাওয়াদ আবরারও।
তবে সবার চোখ ছিলো অধিনায়ক আজিজুল হক তামিমের দিকে। কিন্তু বড় ম্যাচে তিনিও ব্যর্থ। মাত্র ১৬ রান করে ফেরেন এই মারকুটে ব্যাটসম্যান।
চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন দলের হাল ধরেন। এ দুজন মিলে গড়েছিলেন ৫২ রানের জুটি। দলীয় ১২৮ রানে গিয়ে চতুর্থ উইকেট হারায় জুনিয়র টাইগাররা। ৪৭ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
দেবাশীষ সরকার দেবা টিকতে পেরেছিলেন মাত্র ৩ বল। ১ রান করেই ফেরেন সাজঘরে।
ফিফটি মিস করেছেন রিজনও, ব্যক্তিগত ৪৭ রানে আউট হন তিনি।
তবে বাংলাদেশকে লড়াই করার মত পুঁজি এনে দেন মুলত সাত নম্বরে নেমে ফরিদ হাসান। এই উইকেটরক্ষক ব্যাটারের লড়াকু ৪৯ বলে ৩৯ রানের ইনিংসের কল্যানে বাংলাদেশের ইনিংস থামে ১৯৮ রানে।
ফরিদকে সঙ্গ দেয়া মারুফ মৃধা অপরাজিত থাকেন ১১ রানে।
ভারতের হয়ে হার্দিক রাজ, যুধাজিৎ গুহ ও চেতন শর্মা দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে তারা পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে।