• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

ফাইনালে জিততে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ যুব অধিনায়ক

টিএন২৪ ডেস্ক ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৩ পিএম

ভারতকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়ও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা থেকে মাত্র একধাপ দুরে বাংলাদেশর যুবরা। ফাইনালে তাদের কঠিন প্রতিপক্ষ সাতবারের চ্যাম্পিয়ন ভারত। সেই আশা পূরণে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

ভারতকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়ও জানিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

আগামী রোববার বাংলাদেশ সময় বেলা ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে তারা পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে।

একই সময়ে আরেক সেমিতে শ্রীলঙ্কাকেও ৭ উইকেটে হারিয়েছে ভারতের যুবারা। 

এতে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে তারা।

‘আজকে আমরা ম্যাচ জিতেছি, ভালো লাগছে। আমরা টসে জিতেছিলাম এবং সবকিছুই আমাদের ফেভারে ছিল। আমাদের বোলাররা অনেক ভালো করেছে, বিশেষ করে ইমন, মারুফ এবং ফাহাদ। যারা আছে সবাই অনেক ভালো বল করেছে।’

‘সবার কাছে আমাদের বার্তা ছিল যে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আগাবো। আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো যাতে এবার ঠিক করতে পারি সেই চেষ্টা করেছি। আমরা আসলে সেটি করে দেখিয়েছি এবং আমি আমার নিজের ইনিংসটা খেলতে পেরে ভালো লাগছে। দলের জন্য জিতেছি, দেশের জন্য জিতেছি, ভাল লাগতেছে।’

‘ফাইনালে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন যাতে আমরা ফাইনাল জিততে পারি।’

টুর্নামেন্টের শুরু থেকেই আজিজুল হাকিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আর নেতৃত্ব সবার নজর কেড়েছে।

তবে সেমি-ফাইনআল ম্যাচে ব্যাটে-বলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ, অধিনায়ক নিজে আরও একবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বুক চিতিয়ে।

এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন পেসাররা। বাংলাদেশকে ১১৭ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করা শাহজাইব খান ও আরেক ওপেনার উসমান খানকে নতুন বলে শূন্য রানেই ফেরান মারুফ মৃধা। পরে চারটি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। একটি উইকেট নেন আল ফাহাদ।

জবাবে ১৬৭ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে জুনিয়র টাইগাররা। ৪২ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান তামিম।

তিনে নেমে এই বাহাতি ব্যাটার চোখ ধাঁধানো সব শট খেলে দলকে নিয়ে যান জয়ের ঠিকানায়। ৪২ বলে ৬১ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিনি করেছিলেন সেঞ্চুরি। পরে নেপালের বিপক্ষে জয়েও তিনি করেন অপরাজিত ফিফটি।

Tags:   খেলা