• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

ঈদে নতুন নোট মিলবে ৩১ মার্চ থেকে

নিজস্ব প্রতিবেদক ২০ মার্চ, ২০২৪ ০৭:২৬ পিএম

সাপ্তাহিক দুই ছুটির দিন ছাড়া আগামী ৯ এপ্রিল পর্যন্ত ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করা যাবে।

রোজার ঈদ সামনে রেখে আগামী ৩১ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকে নতুন টাকার নোট পাওয়া যাবে।

পাঁচ টাকার নতুন কাগুজে নোট বাজার ছাড়া বন্ধ ছিল গত কয়েক বছর। এবার ঈদে পাঁচ টাকার কাগুজে নোটও সংগ্রহ করা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাপ্তাহিক দুই ছুটির দিন ছাড়া আগামী ৯ এপ্রিল পর্যন্ত ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করা যাবে।

প্রতিবারের মত এবারও একজন একবারের বেশি নতুন নোট নিতে পারবেন না। তবে ধাতব মুদ্রা নেওয়া যাবে ইচ্ছামত।

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকেও নতুন নোট সংগ্রহ করা যাবে।

Tags: