• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

সমতায় ফেরার মিশনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ০৭ ডিসেম্বর, ২০২৪ ০২:৫৭ পিএম

প্রথম টি-টোয়েন্টিতে হারলেও, ম্যাচের আগের দিন সিলেটে অনুশীলন করেনি বাংলাদেশ দল।

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই জ্যোতিদের। এমন সমীকরণে টসে হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে লাল সবুজরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৭ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে দুপুর ২টায়।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে র‌্যাঙ্কিংয়ের বিবেচনায় আয়ারল্যান্ডই যে এগিয়ে সে পরিসংখ্যান মাথায় নিয়ে মাঠে নামে লাল সবুজরা। তবে, সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে যে এমন অঘটন ঘটবে তা হয়তো মাঠে নামার আগে কল্পনাও করতে পারেনি তারা। প্রথম টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হোঁচট খেতে হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সিরিজে টিকে থাকতে জ্যোতির দলের জয়ের কোনো বিকল্প নেই।

প্রথম টি-টোয়েন্টিতে হারলেও, ম্যাচের আগের দিন সিলেটে অনুশীলন করেনি বাংলাদেশ দল। তবে, প্র্যাক্টিসে নিজেদের ঝালিয়ে নিয়েছে আইরিশ নারীরা। 

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, জাহানারা আলম, সোবানা মোস্তারি, স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার, দিলারা আক্তার, তাজ নেহার ও জান্নাতুল ফেরদৌস। 

আয়ারল্যান্ড একাদশ: অ্যামি হান্টার, গ্যাবি লুইস (অধিনায়ক), ওরলা প্রেনদারগ্যাস্ট, লিয়া পল, লরা ডেলানি, সারা ফোর্বস, রেবেকা স্টোকেল, আর্লেন কেলি, আলানা ড্যালজেল, ফ্রেয়া সার্জেন্ট ও অ্যাইমি মাগুয়ার।

Tags:   খেলা