বৃষ্টিবিঘ্নিত জ্যামাইকা টেস্টের প্রথম দিনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে শুরুর বিপর্যয় কাটিয়ে ওপেনার সাদমান ইসলামের ফিফটিতে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে সফরকারী বাংলাদেশ।
শনিবার বৃষ্টির কারনে বিলম্বে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভেজা আউটফিল্ডের কারনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ক্যারিবিয়ান পেসারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ১০ রানের মধ্যেই হারায় দুই উইকেট। তবে দিনের বাকিটা সময় নির্বিঘ্নে পার করে বাংলাদেশ মুলত ওপেনার সাদমান ইসলাম এবং শাহাদাত হোসেন দিপুর ব্যাটিং দৃঢ়তায়।
মূল একাদশে ফিরেই ফিফটি করেছেন জাকির হাসানের জায়গায় খেলতে নামা সাদমান। অবশ্য এই পথে দুবার জীবন পান তিনি, জীবন পান দিপুও। বৃষ্টির কারনে সবমিলিয়ে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩০ ওভার আর বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। বাংলাদেশের সাথে ভয়ংকর হয়ে ওঠা কেমার রোচ শুরুতেই শিকার করেন ওপেনার মাহমুদুল হাসান জয়কে।
দীর্ঘদিন ধরেই রানখড়ায় ভোগা এই উদ্বোধনী ব্যাটসম্যান এবারও ক্যারিবিয়ানদদের গতি এবং বাউন্সের বিপক্ষে ব্যর্থতার পরিচয় দিয়ে মাত্র ৮ রানের মাথায় বিদায় নেন। রোচের করা পঞ্চম ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জয়।
১০ বল পর বিদায় নেন মুমিনুল হকও। তিনিও রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। তবে দিনের বাকি গল্প সাদমান-দিপুর এবং ক্যারিবিয়ান ফিল্ডারদের ব্যর্থতার।
মুলত ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের ব্যর্থতায় মহা বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। ১৫ রান আলজারি জোসেফের বলে আলিথ আথানেজ ক্যাচ ছাড়েন সাদমানের। পরে জাস্টিন গ্রেইভসের বলে ৩৫ রানে তার ক্যাচ ফেলে দেন ক্রেইগ ব্র্যাথওয়েট।
ব্যক্তিগত ৮ রানে জেডন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান দিপুও। আবারও আথানেজ রাখতে পারেননি বল, তার থেকে গিয়ে কেভাম হজের হাতে পড়লেও তিনিও জমাতে পারেননি।
দুবার জীবন পেয়ে ৯৩ বলে ফিফটি তুলে নেনে সাদমান। আর ১২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে শাহাদাত।