• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

মহাখালীতে রিকশা চালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক ২১ নভেম্বর, ২০২৪ ১১:৩৫ এএম

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন অটোরিকশা চালকরা।

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। ফলে যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ  রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে অটোরিকশা চালকরা।

রেললাইন অবরোধ করে আন্দোলনের ফলে নিরাপত্তার স্বার্থে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। সকাল ১০টার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসছেও না। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।

Tags:   খবর