• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

২২ দলের মতামত জানতে চায় নির্বাচন সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর, ২০২৪ ০৭:৩০ এএম

দেশের ২২টি রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়েছে, নির্বাচন সংস্কার কমিশন।

দেশের ২২টি রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়েছে, নির্বাচন সংস্কার কমিশন। এই সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত। এছাড়াও নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য সব অংশীজনের মতামত নেয়া হবে বলে জানা গেছে। 

সূত্রে জানা গেছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ২২টি দল ও জোটের কাছে সংস্কার কমিশন মতামত চেয়ে চিঠি দিয়েছে। এ জন্য আগামী ২৫ নভেম্বরের মধ্যে মতামত জানানোর অনুরোধ করা হয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৪৭টি। এ ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন জোটভুক্তদের কাছে মতামত চাওয়া হয়নি।

এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা আইন-কানুন গভীরভাবে পর্যালোচতনা করছি। ১৭-১৮টি মিটিং করেছি। আমাদের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা কিছু মতামত পেয়েছি। গণমাধ্যমের মতামতও নেয়া হবে। .

Tags: