পার্থের অপটাস স্টেডিয়ামে কিছুটা পেসবান্ধব উইকেটে আগামীকাল থেকে শুরু হবে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের এই সিরিজ দুই দেশের ক্রিকেটীয় দ্বৈরথের সবচেয়ে বড় প্রতীক। সেইসঙ্গে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতের ফিরে আসার সবশেষ সুযোগ।
আর এই সিরিজের প্রথম ম্যাচ দিয়েই টেস্ট অভিষেকের স্বাদ পেয়ে যেতে পারেন নিতিশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়ার মাটিতে পা দিয়েই ইনজুরি সমস্যায় পড়েছে ভারত দল। হারিয়েছে শুভমান গিলের মত স্বীকৃত ব্যাটারকে। এছাড়া নেই বিশেষজ্ঞ পেসার মোহাম্মদ শামি। দুই দিক সামাল দিতে তাই রেড্ডির দিকেই তাকিয়ে ভারত। মোহাম্মদ শামি না থাকার ফলে পার্থে রেড্ডির অভিষেকের সম্ভাবনাও প্রবল।
ভারতের বোলিং কোচ মরনে মরকেলও আশাবাদী রেড্ডইকে নিয়ে, সে একজন উইকেট টু উইকেট বোলার। দুনিয়ার যেকোনো দলই এমন একজন অলরাউন্ডারকে দলে পেতে চাইবে যে কিনা পেসারদের সাহায্য করতে পারবে। বিষয়টা নির্ভর করছে জাসপ্রীত (বুমরাহ) এর উপর যে তাকে সে কীভাবে ব্যবহার করবে। অবশ্যই এই সিরিজে তার উপর নজর রাখতে হবে।
পার্থে আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।