• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

মাশরাফির মতই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান হৃদয়

আদনান হাদী ২০ নভেম্বর, ২০২৪ ০১:৫৮ পিএম

তার পুরো নাম হৃদয় ফকির। ঢাকার গাজীপুর পূর্বাচলে অনুষ্ঠিত সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকার দল ইজি বাংলা লিমিটেডকে নেতৃত্ব দিচ্ছে এই তরুন।

ঢাকার গাজীপুর পূর্বাচলে অনুষ্ঠিত সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকার দল ইজি বাংলা লিমিটেডকে নেতৃত্ব দিচ্ছে হৃদয় ফকির নামের এক তরুন। বি গ্রুপের প্রথম খেলায়  ইজি বাংলা লিমিটেডকে প্রায় একাই জিতিয়েছেন প্রায় ছয় ফুট উচ্চতার এই অলরাউন্ডার। 

নিজেদের প্রথম ম্যাচে নাটোর ফিউচার স্টারসকে উড়িয়ে দিলেও ব্যাটিং এর নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে বেশ চাপে ছিলো ইজি বাংলা। সেখান থেকে ব্যাট হাতে দলকে একাই টেনে নিয়ে যান হৃদয়, তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন রায়হানের সাথে যেখানে রায়হানের অবদান মাত্র ১৬ রান।

আক্রমনাত্মক ব্যাটসম্যান হৃদয়ের ২২-বলে ৪৪ রানের ইনিংসের উপর ভর করে ইজি বাংলা সংগ্রহ করে ১০০ বলে ১২৭ রান। বল হাতেও হৃদয় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অল্প পুঁজি নিয়েও ইজি বাংলা প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে মূলত হৃদয়ের অফ স্পিনে গুরুত্বপূর্ণ তিন উইকেট শিকারের কারনেই।

ব্যাটে বলে দারুন অলরাউন্ড পারফরম্যন্সের পর ম্যাচসেরার পুরস্কার উঠে হৃদয়ের হাতেই। পুরা ম্যাচেই তার নেতৃত্ব আর বডি ল্যাংগুয়েজ ছিলো চোখে পড়ার মতো। দলের প্রয়োজনে কিছুটা আক্রমনাত্মক ভূমিকাতেও দেখা গিয়েছে মাঝে মধ্যে। ব্যাটে বলে দারুণ সম্ভাবময় এই অলরাউন্ডার কথা বলেছেন ট্রেন্ডিং নিউজ টুয়েন্টিফোরের সাথে। মাত্র দশম শ্রেনীর ছাত্র হলেও কথাবার্তায় যথেষ্ট পরিনত হৃদয়। 

ট্রেন্ডিং নিউজ টুয়েন্টিফোরের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, তার ভবিষ্যত লক্ষ্য, ভালো লাগা ক্রিকেটার ও আরও অনেক কিছু।

তিনি বলেন, আসলে আমরা যে দলটি গড়েছি সেটা যথেষ্ট ব্যালেন্সড। টিম কম্বিনেশন ভালো। যারা এখানে খেলছে সবাই সাধ্যমতো ভালো খেলার চেষ্টা করছে। এমন দল পেয়ে ভালো লাগছে।

তিনি আরও বলেন, অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে পেরে ভালো লাগছে। আমি নেতৃত্ব উপভোগ করি। আর অধিনায়ক হিসেবে পারফরম্যান্স করা আমার দায়িত্ব। কারন আমি ভালো খেললে সেটা বাকিদের অনুপ্রানিত করবে। অধিনায়ক হিসেবে দেশের মধ্যে আমাদের লিজেন্ড মাশরাফিকেই আমার পছন্দ। মাশরাফির মতই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। এছাড়া ভারতের রোহিত শর্মাকেও ভালো লাগে।

হৃদয় রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনীতে পড়াশুনা করছে। হৃদয়ের স্কুল কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ এই বছরেই প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলো হৃদয়। সেই দলেরই বেশ কিছু খেলোয়ার খেলছে ইজি বাংলার হয়ে এই টুর্নামেন্টে।

তিনি বলেন, আমরা চ্যাম্পিয়ন বাসাবো দলের প্রায় সাতজন এখানে খেলছি ইজি বাংলার হয়ে। আমি সৌম্য সরকারের ব্যাটিং সব সময় ফলো করি। তার আক্রমনাত্মক শট আমার ভালো লাগে। সামনে আমার লক্ষ্য ঢাকার তৃতীয় এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে খেলা। সেখানে ভালো খেলতে পারলে আশা করি আরও ভালো দলে সুযোগ পাবো। আস্তে আস্তে ধাপে ধাপে উপরের দিকে যেতে চাই।

একঝাক ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে ই-কুরিয়ার কোম্পানি সুরক্ষিত এর আয়োজনে চলছে ১০০ বলের এই ক্রিকেট টুর্নামেন্ট। সর্বমোট ২৪ টি দল অংশগ্রহন করছে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গোল্ডেন সাব্লিমেশন প্রিন্টিং। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালবেলা। খেলা সরাসরি ইউটিউবে লাইভ দেখাচ্ছে ক্যমসবিডি।

Tags:   খবর