ভারত ও নেপালের মতো শক্তিশালী প্রতিপক্ষদের উড়িয়ে দেশকে টানা দ্বিতীয় সাফ শিরোপা এনে দেন সাবিনারা। এমন অর্জনের পর রাজসিক সংবর্ধনা তো পেয়েছেন-ই, ভাসছেন একের পর এক পুরস্কারে। এবার সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে শনিবার রাতে সংবর্ধনা ও এক কোটি টাকা পুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ও সেনাবাহিনী।
কক্সবাজারের একটি হোটেলে কাঠমান্ডু নারী সাফের বাংলাদেশ স্কোয়াডে থাকা ২৩ জন ফুটবলারের প্রত্যেকে ৪ লাখ টাকা পেয়েছেন। কোচিং স্টাফ, ম্যানেজার ও কর্মকর্তারা পেয়েছেন ৫০ হাজার টাকা করে।
টুর্নামেন্ট সেরা ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলকিপার রুপনা চাকমা পেয়েছেন অতিরিক্ত আরও ১ লাখ ৭৫ হাজার টাকা করে।
চ্যাম্পিয়ন ফুটবলারদের আর্থিকভাবে পুরস্কারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সহ বিওএ ও বাফুফের উর্ধতন কর্মকর্তারাও ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, এই জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরও এগিয়ে যেতে পারবে। ভবিষ্যতে শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে নারী ফুটবলাররা। সেই সঙ্গে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।
সাফ জয়ী নারী ফুটবলার সানজিদা আক্তার বলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা পাওয়া অনেক সৌভাগ্যের। এই সংবর্ধনা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। মাসুরা পারভীন বলেন, সামনের দিনগুলোতে আরও ভালো ফুটবল খেলতে হবে। দেশের জন্য আরও বেশি সুনাম বয়ে আনতে হবে।
শুভেচ্ছা বক্তব্যে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, বেশ লম্বা সময় ধরেই দক্ষিণ এশিয়ায় ফুটবলে রাজত্ব করছে বাংলাদেশের নারীরা। এবার সেই গণ্ডি বাড়াতে চায় বাফুফে। সঠিক পরিকল্পনা আর পর্যাপ্ত সুযোগ সুবিধায় অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
এর আগে ২০২২ সালে বাংলাদেশ নারী দল সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সেনাবাহিনী এক কোটি টাকা পুরস্কার দিয়েছিল। সেনাবাহিনী প্রধান বিওএ সভাপতির দায়িত্ব পালন করেন। এবার বিওএ ও সেনাবাহিনী যৌথভাবে নারী চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিয়েছে। সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। সাউথ ইস্ট ব্যাংক থেকে আরেকটি সংবর্ধনায় পেয়েছেন ৬৯ লাখ টাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেড় কোটি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে।
গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা।