• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

সৌম্যর বিধ্বংসী ব্যাটিং, চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

নিজস্ব প্রতিবেদক ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৩:২৯ পিএম

গ্লোবাল সুপার লিগের ফাইনালে সৌম্য সরকারের খেলারই কথা ছিলো না। অথচ তিনিই কিনা শেষ পর্যন্ত ফাইনালের জয়ের নায়ক।

গ্লোবাল সুপার লিগের ফাইনালে সৌম্য সরকারের খেলারই কথা ছিলো না। অথচ তিনিই কিনা শেষ পর্যন্ত ফাইনালের জয়ের নায়ক। 

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজকে সামনে রেখে সেন্ট কিটসে জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিলো রংপুর রাইডার্স এর সৌম্য, রিশাদ হোসেন আর আফিফ হোসেনের। কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের কারণে বিসিবির বিশেষ অনুমতিতে গায়ানাতে ফাইনাল খেলার অনুমতি পেয়েছিলেন ওই তিন ক্রিকেটার। আর তাতেই বাজিমাত।

শনিবার (৭ ডিসেম্বর) গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হল রংপুর রাইডার্স।

গ্লোবাল সুপার লিগে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে একরকম ছিটকে গিয়েছিল রংপুর রাইডার্স। তবে টানা দুটি জিতে ফাইনালের টিকিট কেটেছিল রংপুর রাইডার্স। 

ফাইনালে ভিক্টোরিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য আর টেইলরের ব্যাটিং তান্ডবে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স, যা এই টুর্নামেন্টের দলগত সর্বোচ্চ রান।

মুলত সৌম্য ও স্টিভেন টেলরের উদ্বোধনী জুটির ১২৪ রানই রংপুরের জয়ের ভিত তৈরি করে দেয়।

১৪তম ওভারের শেষ বলে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেলর আউট হন। তবে সৌম্যকে আউটই করতে পারেনি ভিক্টোরিয়া। ৩৩ বলে পঞ্চাশ ছোঁয়া এই বাঁহাতি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ বলে ৮৬ রান করে। সৌম্যর টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ২০তম ফিফটি। 

সৌম্য ৫৪ বলে ৭ চার আর ৫ ছক্কায় খেলেন হার না মানা ৮৬ রানের ইনিংস। আর স্টিভেন টেইলর ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় করেন ৬৮ রান। 

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৭ ওভারের মধ্যে ১ উইকেটে ৬৫ রান ভালই জবাব দিচ্ছিলো ভিক্টোরিয়া।

তবে শেখ মেহেদি-রিশাদ হোসেনদের তোপের মুখে মাঝ পথে খেই হারিয়ে ফেলে। চাপের মুখে আর ঘুরে দাঁড়াতে পারেনি। 

১১ বল হাতে থাকতে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। এতে ৫৬ রানের জয় পায় রংপুর।

ওপেনার জো ক্লার্কের ২২ বলে ৪০ ছাড়া বলার মতো স্কোর করতে পারেননি আর কেউ। 

রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন হারমীত সিং। শেখ মেহেদী এবং সাইফ হাসান শিকার করেন দুটি করে উইকেট। এ ছাড়াও কামরুল হাসান এবং রিশাদ হোসেন নেন এক উইকেট।

ম্যাচসেরার পাশাপাশি মোট ১৮৮ রান করে টুর্নামেন্টসেরাও হয়েছেন সৌম্য।

৫ দলের গ্লোবাল সুপার লিগে লিগ পর্বে চার ম্যাচের প্রথম দুটিতেই হেরেছিল রংপুর রাইডার্স। নুরুল হাসানের নেতৃত্বাধীন দলটি জয়ের মত অবস্থা তৈরি করেও ভিক্টোরিয়ার কাছে হেরেছিলো ১০ রানে।

তবে শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠে রংপুর। 

গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগে অংশই নেয়ার কথা ছিল না রংপুরের। বিপিএলের চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশালকে টুর্নামেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছিল গায়ানা। তবে বরিশাল সদিচ্ছা না দেখানোয় রংপুর রাইডার্স সুযোগ পায় টুর্নামেন্টটিতে। আর সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে রংপুর।

এর আগে ২০১৭ সালে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।

Tags:   খেলা