দিনের শুরুতে উইকেট পেলেও বাংলাদেশকে এরপর লম্বা সময় অপেক্ষায় থাকতে হলো। সপ্তম উইকেট জুটিতে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস মিলে ২৭৩ বলে ১৭৩ রান তুললেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিলেন লংকান দলনেতা ধনাঞ্জয়া। অবশেষে তাকে জাকির হাসানের ক্যাচে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৭৯ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ১০৮ রান করেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা লংকানরা ৮৮ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩১৩ রান করেছে। যেখানে লিড দাঁড়িয়েছে ৪০৫ রান।
এর আগে তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। খালেদ আহমেদের বাউন্সারে পরাস্থ হন বিশ্ব ফার্নান্ডো। ৩৮.৫ ওভারে খালেদের বলে ফার্নান্ডো খোঁচা দিলে স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজ দারুণ এক ক্যাচ নেন।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলংকা। গতকাল শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে শেষ করে।
এর আগে শ্রীলংকা নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়। তবে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ১৮৮ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায়।