• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

ম্যাট গেটজকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক ১৪ নভেম্বর, ২০২৪ ১২:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিজের বিশ্বস্ত ও অনুগত ম্যাট গেটজকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিজের বিশ্বস্ত ও অনুগত ম্যাট গেটজকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প এই ঘোষণা দেন। ৪২ বছর বয়সী ম্যাট গেটজ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ তার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। এর ফলে তিনি দেশের শীর্ষ প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালনের পাশাপাশি মার্কিন বিচার বিভাগের প্রধান হিসাবেও দায়িত্বপালন করবেন।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ম্যাট গেটজকে এই পদে মনোনয়নের ঘোষণা দেন ট্রাম্প। এসময় আইনজীবী এবং হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য হিসাবে গেটজের অতীত ভূমিকার কথাও উল্লেখ করেন সাবেক এই প্রেসিডেন্ট।

এদিকে ট্রাম্পের অনুগত বলে পরিচিত ম্যাট গেটজ সোশ্যাল মিডিয়ায় তার মনোনয়নকে বেশ ভালোভাবেই উদযাপন করেছেন। “প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল হিসাবে কাজ করা সম্মানের” বলেও অভিহিত করেছেন তিনি।

মূলত গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। তবে এর আগেই নিজের প্রশাসন সাজাবেন তিনি।

Tags: