• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

২৫০ রানের মধ্যে লক্ষ্য রাখতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ২৪ মার্চ, ২০২৪ ০৯:৩৫ এএম

শনিবার সিলেট টেস্টে ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ১১৯ রানে দ্বিতীয়দিন শেষ করেছে শ্রীলংকা। এরই মধ্যে ২১১ রানের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে সফরকারীরা। ম্যাচে ফিরতে লক্ষ্যটা ২৫০ রানের মধ্যে রাখতে চায় বাংলাদেশ।

প্রথমদিনের ব্যাটিং ব্যর্থতা থেকে দ্বিতীয়দিনেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলংকার ২৮০ রানের জবাবে স্বাগতিক বাংলাদেশ অলআউট ১৮৮ রানে। শনিবার সিলেট টেস্টে ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ১১৯ রানে দ্বিতীয়দিন শেষ করেছে শ্রীলংকা। এরই মধ্যে ২১১ রানের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে সফরকারীরা। ম্যাচে ফিরতে লক্ষ্যটা ২৫০ রানের মধ্যে রাখতে চায় বাংলাদেশ। অন্যদিকে শ্রীলংকার আশা তিনশ ছাড়ানো লক্ষ্য নিতে পারবে তারা। 

দ্বিতীয়দিনের খেলা শেষে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প বলেন, ‘শ্রীলংকা ২১১ রান এগিয়ে গেছে। আগামীকাল সকালে আমরা যদি দ্রুত উইকেট নিতে পারি তাহলে আড়াইশর মধ্যে আটকে রাখা যাবে। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অবশ্যই আমরা হতাশ। মাত্র ৫১ ওভার ব্যাটিং করতে পেরেছি।’ ব্যাটিং কোচ বলেন, ‘সব ব্যাটারই বলেছে ভালো উইকেট। বল ভালো ব্যাটে এসেছে। তারা বলেছে, এখানে শট খেললে রান আসবে। কিন্তু কেউই দায়িত্ব নিতে পারেনি। প্রথম ইনিংসে ব্যাটাররা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।’ 

এদিকে শ্রীলংকার বোলিং কোচ ধর্শনা গামাগের ধারণা, নিরাপদ অবস্থায় পৌঁছানোর জন্য লিডটা তিনশ পার করতে হবে। কাল তিনি বলেন, ‘উইকেটে বাউন্স ওঠা-নামা করছে। সমানভাবে ব্যাটে আসছে না। এখানে রান করা সহজ নয়। এখনো ভালো অবস্থায় আছি। কিন্তু লিড যদি আমরা তিনশ কিংবা তার বেশি নিতে পারি তাহলে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকব।’ সিলেটের উইকেট খুব বেশি বোলিং সহায়ক না হলেও তৃতীয়দিনেও ম্যাচ শেষ হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। দুইদিনে পড়েছে ২৫ উইকেট।


Tags: