• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

সিলেটে জিসানের ব্যাটিং তাণ্ডব, এক ওভারে ৫ ছক্কা

টিএন২৪ প্রতিবেদক ১১ ডিসেম্বর, ২০২৪ ১২:৩৮ পিএম

ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শুরু হয়েছে আজ।

ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শুরু হয়েছে আজ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় ঢাকা-সিলেট ম্যাচ দিয়ে উদ্বোধন হয়েছে প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

এদিকে প্রথম ম্যাচেই বাজিমাত করেছে সিলেট বিভাগের ওপেনার জিসান আলম। ঢাকা বিভাগের বিপক্ষে ১০ ছক্কায় ৫৩ বলে ১০০ রান করে রেকর্ড গড়েন এই মারকুটে ব্যাটসম্যান। এর মধ্যে এক ওভারে টানা ৫ ছক্কাসহ তুলেছেন ৩২ রান। 

বাংলাদেশিদের মধ্যে এটি চতুর্থ দ্রুততম শতক। এর আগে পারভেজ হোসেন ইমনের ৪২ বল, তামিম ইকবালের ৫০ বলের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর ৫১ ও ৫২ বলে সেঞ্চুরি আছে। 

জিসানের ছক্কার ফুলঝুরিতে সিলেট ঢাকাকে ২০৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সিলেট।

উইকেটের চারিদিকে শট খেলে দর্শকদের বিনোদন দেয়া এই ওপেনার ৪ বাউন্ডারির সঙ্গে মারেন ১০ ছক্কা, যার পাঁচটাই মারেন আরাফাত সানি জুনিয়রের এক ওভারে।

টস হেরে ব্যাট করতে নেমে জিসান শুরু করেন একটু ধীরগতিতে। তবে সময় যতই গড়াতে থাকে ততই আক্রমণাত্মক হতে থাকে জিসান। ৪০ বল খেলে ৫২ রান করেন। এরপরেই দেখা মেলে তার তাণ্ডবের। পরের ৫০ রান আসে মাত্র ১৩ বলে। অবিশ্বাস্য ব্যাটিং!

জিসানের ১০০ রানের ইনিংস ছাড়া ১৭ বলে ৩০ রান করেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১৭ বলে ৩০ রান করেন তৌফিক খান তুষার। জবাবে ব্যাট করছে ঢাকা।

দিনের অন্য ম্যাচে সকালে সিলেট আউটার স্টেডিয়ামে হচ্ছে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের মধ্যকার খেলা।

এদিকে দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগ এবং সিলেট আউটার স্টেডিয়ামে দুপুরে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগ মুখোমুখি হবে।

সিলেটের দুই ভেন্যুতে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে ৩২ ম্যাচের এই  টুর্নামেন্ট। আট দল প্রতিদ্বন্দ্বিতা করবে দুই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়াম মিলিয়ে। 

২০ ওভারের নতুন টুর্নামেন্টের ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসে। মাঠে বসেও খেলা দেখার ব্যাবস্থা রেখেছে বিসিবি। টিকিটের দাম রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০ টাকা। ১০০ টাকায় ক্লাব হাউজ এবং ৫০ টাকায় গ্যালারিতে বসে খেলা উপভোগ করা যাবে। টুর্নামেন্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গেটের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট।