ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে যুবা টাইগাররা। দুবাইয়ে রোববার (৮ ডিসেম্বর) ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।
এশিয়া কাপজয়ী বাংলাদেশ দল ট্রফি নিয়ে আজই রাতে দেশে ফিরছেন। বাংলাদেশ সময় রাত ১১টায় হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখবেন আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। দলের সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে জাতীয় দলের সাথে থাকার কারনে বিমানবন্দরে উপস্থিত থাকতে পারছেন না।
বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, চ্যাম্পিয়নদের জন্য বিসিবির থেকে সংবর্ধনা ও ডিনারের ব্যবস্থা থাকবে। পরবর্তীতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে আর্থিক পুরস্কারেরও।
এদিকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি খুলনা বিভাগের হয়ে খেলবেন যুব এশিয়া কাপে অসাধারন ব্যাটিং করা বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম।
আগামী ১১ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।