• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

এশিয়ান কাপ বাছাইপর্বে একই গ্রুপে বাংলাদেশ ও ভারত

নিজস্ব প্রতিবেদক ০৯ ডিসেম্বর, ২০২৪ ০৩:৪১ পিএম

২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত।

২০২২ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ ছিল ভারতের গ্রুপসঙ্গী। আবারও এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের গ্রুপেই পড়েছেন জামাল ভূঁইয়ারা।

২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত।  ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সাথে অন্য দুটি দল হলো- হংকং ও সিঙ্গাপুর।

সোমবার (৯ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে ড্রয়ের পর এই তথ্য জানা গেছে। আগামী বছর মার্চে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। 

কাতার বিশ্বকাপ বাছাইপর্বেও বাংলাদেশ গ্রুপে ছিল ভারত। কলকাতায় অ্যাওয়ে ম্যাচে ভারতকে ১-১ গোলে রুখে দিলেও হোম ম্যাচ হারে ২-০ গোলে। 

বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়ান কাপে খেলেছে। এরপর আর কখনও বাছাইপর্ব পার হতে পারেনি। এশিয়ান কাপে বর্তমানে এশিয়ার শীর্ষ ২৪ টি দেশ অংশ নেয়।