• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

বাংলাদেশকে ১৩৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আইরিশরা

টিএন২৪ ডেস্ক ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩৫ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর লড়াইয়ে শনিবার (৭ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারীদের ১৩৫ রানের লক্ষ্য দিলো আইরিশরা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলকে ব্যাটে-বলে ধরাশায়ী করলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে চাপে আছে বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর লড়াইয়ে শনিবার (৭ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারীদের ১৩৫ রানের লক্ষ্য দিলো আইরিশরা।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৩৪ রান। ৪ ওভারে ২০ রান খরচায় টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার।

দুই আইরিশ ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। 

১৮ বলে ১৪ রান করে নাহিদার বলে আউট হন আগের ম্যাচে ফিফটি হাঁকানো গ্যাবি লুইস। আরেক ওপেনার অ্যামি হান্টার ২৩ বলে ২৩ রান করে জান্নাতুল ফেরদৌসের শিকার হন। 

মাঝে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন ওরলা প্রেনদারগ্যাস্ট। ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করা এ ব্যাটারকে ফেরান নাহিদা।

আগের ম্যাচে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলা লিয়া পল এদিন ১৯ বলে ১৬ রান করেন। 

তবে শেষদিকে লরা ডেলানি ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলে দলকে লড়াকু পুঁজি এনে দেন।

নাহিদার দুই উইকেট ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর। 

এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড।