• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

ঢাকায় মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ২৪ নভেম্বর, ২০২৪ ১২:৩৫ পিএম

৬ দফা দাবী বাস্তবায়নে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে, বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্ট পরিষদ।

৬ দফা দাবী বাস্তবায়নে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে, বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্ট পরিষদ। ২৪ নভেম্বর (রবিবার) বিকেলে এ আয়োজন করে সংগঠনটি। উক্ত সম্মেলনে লিখিত স্মারক উপস্থাপন করেন, পরিষদের মহাসচিব মো. রিপন শিকদার। এছাড়াও ঘোষিত ৬ দফার সাথে, ছাত্র সংগ্রাম পরিষদ ও পেশাজীবিরা সংগতি প্রকাশ করেছে। সংবাদ সম্মেলন থেকে আগামী ২৯ নভেম্বর (শুক্রবার) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. আব্দুস সামাদ ও সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল রানা প্রমুখ।

এর আগে গত ৯ অক্টোবর থেকে পেশার উন্নয়নে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে এসব দাবী বাস্তবায়নে মানব বন্ধন কর্মসূচী পালন করে তারা। ওই সময় ৭ দিনের আল্টিমেটাম শেষ হলে এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোন উদ্যোগ না থাকায় ছাত্র-ছাত্রীদের কর্মসূচী পুনরায় শুরু হয়। এরপর ১৯ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচী ঘোষণা করে ছাত্র সংগ্রাম পরিষদ। তখন রাজপথে মিছিল, স্বাস্থ্য সেবা অধিদপ্তর ও প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচী এবং স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়।

অপরদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়েছিল। তিনি নেতৃবৃন্দকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এর কোন অগ্রগতি না হওয়ায়, সারা দেশের পেশাজীবিগণ এ আন্দোলনে সংহতি প্রকাশ করে এবং নতুন কর্মসূচী হিসেবে গত ২০ নভেম্বর সারাদেশে একযোগে ১ ঘন্টার মানবন্ধন কর্মসূচী পালন করা হয়।

৬ দফা দাবী হচ্ছে- 

১) মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা উন্নয়ন, মান নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি পরিদপ্তর গঠন।

২) ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর গেজেটেড) পদ মর্যাদা প্রদান করে এর আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক নিয়োগের ব্যবস্থা করা ও পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করা।

৩) গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করা।

৪) ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রুপান্তর করে, একটি বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন এবং বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করা।

৫) মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা।

৬) বি-ফার্ম সহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করা।

- প্রেস বিজ্ঞপ্তি