• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

করপোরেট অ্যামেচার ক্রিকেটে ৪০ রানে জিতল সেনাবাহিনী

সুদীপ্ত সাইদ খান ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৩:৪০ পিএম

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনী ৪০ রানে অল-স্টার্সকে হারিয়েছে।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনী ৪০ রানে অল-স্টার্সকে হারিয়েছে।

পুলিশ স্টাফ কলেজ মাঠে সেনাবাহিনী টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১৫তম ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে উদ্বোধনী জুটিতে ওঠে ৫৩ রান। ৮৯, ৯০ ও ৯৯ রানে তিন উইকেট হারিয়ে দলটি দ্রুতই চাপে পড়ে যায়।

পরবর্তী সময়ে নিয়মিত বিরতিতে উইকেটের পতন হলেও নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২১০ রান তোলে সেনাবাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান সংগ্রহ করেন সোহানুর রহমান। ৬২ বলের ইনিংস সমৃদ্ধ ছিল দুটি বাউন্ডারি ও এক ছক্কায়। ৪৩ বলে ৪২ রান সংগ্রহ করেন মো. রাফিউদ্দিন আহমেদ। ফয়সাল কবির (২৩), সাইফুল ইসলাম (২২), আরিফুর জামান রিয়াদের (২১) ইনিংসগুলো দলীয় সংগ্রহকে সমৃদ্ধ করেছে। অল-স্টার্সের আশরাফুল জাহিদ ৩০ রানে এবং মুরাদ হোসেন আজাদ ৫১ রানে দুটি করে উইকেট নিয়েছেন।

জবাবে দ্বিতীয় ওভারে রানা কুমার রায়কে হারিয়ে ধাক্কা খায় অল-স্টার্স। পরবর্তী সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। তানিম রিজওয়ানের ৪২ রানের ইনিংস ছিল দলীয় সর্বোচ্চ। আশরাফুল জাহিদ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান। সাজ্জাদ আলম এবং ইমরুল বাশার—দুজনের সংগ্রহ ছিল ১৩ রান। শেষ পর্যন্ত ৩৮ ওভারে অলআউট হওয়ার আগে ১৭০ রান করে অল-স্টার্স। উজ্জ্বল মিয়া ২৭ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন।