• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

ছাদ থেকে লাফ দিয়ে মারা গেলেন শুটার সাদিয়া

স্পোর্টস ডেস্ক ০৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ এএম

আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া।

ছাদ থেকে লাফ দিয়ে মারা গেলেন ২০১০ সালের এসএ গেমসে সোনা জয়ী শুটার সাদিয়া সুলতানা। চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোমবার (২ ডিসেম্বর) বাড়ির ছাদ থেকে লাফ দেন তিনি। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া। 

২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন সাদিয়া। একই বছর দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও সোনা জেতেন তিনি।

সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকে শুটিংয়ের বাইরে ছিলেন তিনি। মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন।

Tags:   খেলা