• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

আইসিসির নভেম্বরের সেরার দৌড়ে শারমিন

সুদীপ্ত সাইদ খান ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩৩ পিএম

আইরিশদের নারী দলকে ওয়ানডে সিরিজে ধরাশায়ী করার পেছনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা শারমিন আক্তার সুপ্তা।

আইরিশদের নারী দলকে ওয়ানডে সিরিজে ধরাশায়ী করার পেছনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা শারমিন আক্তার সুপ্তা।

তারই পুরস্কার হিসেবে আইসিসির নভেম্বর মাসের সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন আইরিশদের সাথে তিন ম্যাচে দুই ফিফটি করা বাংলাদেশের এই ব্যাটার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় সুপ্তার সঙ্গে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ড্যানি ওয়াট-হজ ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ন্যাডাইন ডি ক্লার্ক।

শারমিন প্রথম দুটি ওয়ানডেতে অসাধারণ ব্যাটিং করেছেন। 

প্রথম ম্যাচে ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলে ম্যাচের সেরা হন তিনি। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় রেকর্ড ১৫৪ রানে। পরের ম্যাচে শারমিনের ব্যাট থেকে আসে ৬৩ বলে ৪৩ রানের ইনিংস। শেষ ম্যাচে ৮৮ বলে ৭২ রানের আরেকটি দারুণ ইনিংস খেলে সিরিজ-সেরার পুরস্কার জেতেন ২৮ বছর বয়সী ব্যাটার। 

ডানহাতি এই ব্যাটার মাত্র দুই ম্যাচে ৬৯.৫০ গড়ে এবং ৯১.৪৪ স্ট্রাইক রেটে ১৩৯ রান সংগ্রহ করেন।

এর আগে এই অ্যাওয়ার্ড জিতেছেন নাহিদা আক্তার। গত বছরের নভেম্বরে এই স্বীকৃতি পেয়েছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা।