• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং জ্যোতিদের

স্পোর্টস ডেস্ক ০২ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৫ এএম

সিরিজের তৃতীয় ওয়ানডেও তাই বেশ সিরিয়াস হয়েই মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে এই ম্যাচে হারানোর কিছু না থাকলেও বাংলাদেশের জন্য প্রাপ্তির দিক কম না। সিরিজের তৃতীয় ওয়ানডেও তাই বেশ সিরিয়াস হয়েই মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। 

আগের দুই ম্যাচেই ছিল দাপুটে জয়। বাংলাদেশের জন্য সিরিজটা নিশ্চিত হয়েই আছে। এবারের মিশন হোয়াইটওয়াশ। 

অবশ্য দিনের শুরুতে টসভাগ্যটা বাংলাদেশের পাশে ছিল না। কয়েন ছিল আইরিশ অধিনায়ক গাবি লুইসের পক্ষে। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন সফরকারী অধিনায়ক।