• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক ২০ নভেম্বর, ২০২৪ ১২:১৮ পিএম

ইসরায়েলের হামলায় লেবাননের আরও ৩ সৈন্য নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলায় লেবাননের আরও ৩ সৈন্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তারা প্রাণ হারান। এতে করে দেশটিতে ইসরায়েলের হামলায় নিহত সেনার সংখ্যা ৪০ ছাড়িয়ে গেল। বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সারাফান্দ শহরে একটি সেনা ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের তিনজন সৈন্য নিহত হয়েছেন এবং ওই ঘাঁটির কাছাকাছি বসবাসকারী কমপক্ষে ১৭ জন বেসামরিক লোক আহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

লেবাননের সামরিক বাহিনী মঙ্গলবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে বলেছে, ইসরায়েলি শত্রু বাহিনী দক্ষিণে সারাফান্দ শহরে একটি সেনা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা করেছে, যার ফলে তিন সেনা শহীদ হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রনালয় বলেছে, ইসরায়েলি হামলায় দেশজুড়ে একদিনে আরও ২৮ জন নিহত এবং আরও ১০৭ জন আহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১৫ হাজারেরও বেশি মানুষ।

গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

Tags: