• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

বিপিএল মাতাতে আসছেন অ্যারন জোন্স

নিজস্ব প্রতিবেদক ২৮ নভেম্বর, ২০২৪ ০৮:১৪ এএম

কানাডাকে একাই হারিয়ে দেওয়া ডানহাতি অ্যারন জোন্সকে এবার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম চমক ছিলো যুক্তরাষ্ট্র। সেই দলের ব্যাটিং অলরাউন্ডার অ্যারন জোন্স ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলো। কানাডাকে একাই হারিয়ে দেয়া এই ডানহাতি এই হার্ড হিটারকে এবার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে এমনটাই নিশ্চিত করেছে মাশরাফির দল সিলেট। ডাইরেক্ট সাইনিং এ তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক ছিলো যুক্তরাষ্ট্র। তবে ব্যাটে বলে ঝলক দেখিয়ে প্রথমবারের মত দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রে এই সাফল্যের অন্যতম কারিগর ছিলো জোন্স। কানাডার বিপক্ষে তার ম্যাচজয়ী ৪০ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংসের কারণেই যুক্তরাষ্ট্র ১৯৫ রানের কঠিন লক্ষ্য তাড়া করে ১৪ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয়। এ ছাড়াও জোন্স পরের ম্যাচে চাপের মুখে সুপার ওভারে দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে আসে। বিশ্বকাপে ৬ ইনিংসে তার ব্যাট থেকে ৪০ দশমি ৫, গড়ে এসেছিল ১৬২ রান।

এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ঘরের মাঠের মেজর লিগ ক্রিকেট থেকে শুরু করে সিপিএল প্রতিটি টুর্নামেন্টেই ছিলেন যুক্তরাষ্ট্রের এই অলরাউন্ডার। সিপিএল ফাইনালে তার ৩১ বলে ৪৮ রান সেন্ট লুসিয়া কিংসকে শিরোপা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

জোন্স এর আগেও বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। তবে শুধুমাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান, যেখানে তিনি ব্যাট বা বোলিং করেননি কিন্তু একটি ক্যাচ নিতে সক্ষম হন। তবে এবার হয়তো সিলেটের হয়ে আরও বেশি ম্যাচে দেখা যেতে পারে এই হার্ড হিটারকে।