দুই দলের আগের দেখায় রীতিমত রানবন্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি ছিল ৪২৫ রানের। এবার লখনৌ সুপার জায়ান্টস তাদের মাঠে বেঙ্গালুরুকে আতিথেয়তা দিলো কালোমাটির পিচে। যেখানে বল ঘুরলো, তুললো সাপের মতো ফনা।
এবার ম্যাচটি হলো মোটে ২৩৪ রানের। এর মধ্যে প্রথমে ব্যাট করে ব্ঙ্গোলুরু তুলেছিল ৯ উইকেটে ১২৬ রান। জবাবে ১৯.৫ ওভারে ১০৮ রানেই শেষ লখনৌ। ১৮ রানের দুর্দাান্ত এক জয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইলো বেঙ্গালুরু। ফ্যাফ ডু প্লেসির দল এখন পাঁচ নম্বরে।
টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল বেঙ্গালুরু। বরাবরের মতো বিরাট কোহলি আর ফ্যাফ ডু প্লেসি করেন ভালো শুরু এনে দেন দলকে। ধীরগতির পিচে ৫৪ বলে ৬২ রানের জুটি গড়েন তারা। তবে ৩০ বলে ৩১ করে কোহলি ফেরার পরই উইকেট পতনের মিছিল শুরু হয় বেঙ্গালুরুর।
একটা প্রান্ত ধরে ১৭তম ওভার পর্যন্ত টিকে ছিলেন ডু প্লেসি। তিনি আউট হন ৪০ বলে ৪৪ করে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৬ রানে থামে বেঙ্গালুরু। কোহলি, ডু প্লেসি ছাড়া দুই অংক ছুঁতে পেরেছেন কেবল দিনেশ কার্তিক (১১ বলে ১৬)।
পেসার নাভিন উন হল ৩টি আর দুই লেগস্পিনার অমিত মিশ্র ও রবি বিষ্ণুই নেন ২টি করে উইকেট।
জবাবে ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লখনৌ। সেখান থেকে কৃষ্ণাপ্পা গৌতম ১৩ বলে ২৩ রানের ছোটখাটো এক ঝড় তুলেছিলেন। কিন্তু পিচ এমনই বোলিংবান্ধব ছিল, বাকিরা তেমন সুবিধাই করতে পারেননি। ইনিংসের এক বল বাকি থাকতে অলআউট হয়ে যায় লখনৌ।
বেঙ্গালুরুর জস হ্যাজেলউড আর কর্ন শর্মা নেন দুটি করে উইকেট।