• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

তারুণ্যের শক্তিকে দেশ উন্নয়নের কাজে লাগাতে হবে

টাঙ্গাইল প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

তারুণ্যের শক্তিকে দেশ উন্নয়নের কাজে লাগতে হবে বলে জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, তারুণ্যের শক্তিকে যদি আমরা দেশ উন্নয়নের কাজে লাগাতে না পারি, কোনো দিনই এ দেশকে সমৃদ্ধশালী দেশ করতে পারবো না। বর্তমান সরকার তারুণ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তারুণের শক্তিকে দেশ উন্নয়নের আমাদের কাজে লাগাতে হবে।

আজ শনিবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে ‘তরুণের হাট’ আয়োজিত সামাজিকমূলক সংগঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, দেশ উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, দেশের সেবা করলে দেশের উন্নয়ন তত হবে। দেশের সেবা একটি মহৎ পেশা। একটি জাতিকে যদি সতিকারে সভ্য জাতি হতে হয় তাহলে আধুনিক মনন-মেধাকে কাজে লাগিয়ে দেশের সস্কৃতিকে  পরিচালিত করতে হবে। আমরা বলি তারুণ্যই শক্তি, তারুণ্যই দেশের সমৃদ্ধি। বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশকে আর দাবিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে, অর্থনীতিসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। বাংলাদেশ ছিল এক সময় বিক্ষুকের দেশ, সেই বাংলাদেশ আজ খাদ্যে  স্বয়ংম্পূর্ণ্যের দেশ। বর্তমান সরকার বাংলাদেশকে প্রচুর সম্মানের উচ্চতায় তুলেছে। 

প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, যারা স্বাধীনতার পর বলেছিল বাংলাদেশ স্বাধীণ দেশ হিসাবে টিকে থাকবে না, বিদেশী সাহায্যের উপর নির্ভশীল, আজ তাদের অনুমান সম্পূর্ণ্য মিথ্যা। এদেশ আর বিদেশী সাহায্যের উপর নির্ভশীল না। বাংলাদেশ নিজের টাকা পদ্মা সেতু নির্মাণ করেছে, এ সক্ষমতা আমরা অর্জন করেছি। সারা পৃথিবী এখন আমাদের সম্মান করে। এ সম্মানের জায়গায় আমরা জাতিকে তুলেছি। এটাকে আরও গতিশীল করার জন্য তরুণের হাটের মত সারা বাংলাদেশকে উজ্জীবীত করতে হবে। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আল-মামুন খান। এসময় উপস্থিত ছিলেন চলচিত্র অভিনেতা আমিন খান, মামনুর হাসান ইমন, মীর সাব্বির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, পৌর মেয়র মুহাম্মদ মণিরুজ্জামান বকলসহ সুধিজন। 

অনুষ্ঠানে জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেওয়ান শাহরিয়া সমিতকে বিশেষ সম্মানা, বীর মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ সংবর্ধনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tags: