• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

চিটাগাং টাইগার্সের টানা দ্বিতীয় জয়

নিজস্ব প্রতিবেদক ১৮ নভেম্বর, ২০২৪ ০১:২৪ পিএম

সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শক্তিশালী দল চিটাগাং টাইগার্স।

ঢাকার গাজীপুর পূর্বাচলে চলমান সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শক্তিশালী দল চিটাগাং টাইগার্স। সোমবার শিশির ভেজা রোদেলা সকালে দিনের প্রথম খেলায় ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমিকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চিটাগাং টাইগার্স।

প্রথমে ব্যট করতে নেমে চার উইকেট হারিয়ে ১০০ বলে ১৮৬ রানের বড় সংগ্রহ করে টাইগার্সরা। টপ অর্ডার ব্যটার সুহাদ ইলাহিন সর্বোচ্চ ৪৩ বলে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলেন যার ৫৮ রানই আসে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওপেনার লাবিরের (৩৩) উইলো থেকে। শুরুতে ওপেনার মাহবুবকে হারিয়ে কিছুটা চাপে পড়লেও পরে সুহাদ ও লাবিরের ৬৭-রানের জুটি দলকে বড় ভিত্তি এনে দেয়।

শেষের দিকে এমরানের চারটি ছক্কায় ১৩-বলে ৩১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে চিটাগাং টাইগার্সের সংগ্রহ ১৮০ অতিক্রম করে। জবাবে প্রথম ম্যাচের মতই দ্বিতীয় ম্যাচেও ব্যটিং বিপর্যয়ের মুখে পড়ে ডিসেন্ট। ১০০ বলের খেলায় ৭২ বল খেলে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় ডিসেন্টের ইনিংস। 

ডিসেন্টের কোন ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেনি। চিটাগাং টাইগার্সের বোলার জুনায়েদ একাই ডিসেন্টের ইনিংসে ধস নামান। চার উইকেট শিকার করে এই তরুন বোলার। চাপের মুখে ৭৯ রানের ইনিংস খেলা সুহাদই হয়েছে ম্যাচসেরা।

ই-কুরিয়ার কোম্পানি সুরক্ষিত এর আয়োজনে ১৫ দিনব্যপি চলবে একঝাক তরুনদের নিয়ে খেলা এই ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গোল্ডেন সাব্লিমেশন প্রিন্টিং। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালবেলা। খেলা সরাসরি সম্প্রচার করছে ক্যমসবিডি।

Tags: