• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

পূর্বাচলে ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক ১৭ নভেম্বর, ২০২৪ ০১:২৮ পিএম

ঢাকার গাজীপুরের পূর্বাচলে শুরু হলো সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪।

উৎসবমুখর পরিবেশে ঢাকার গাজীপুরের পূর্বাচলে শুরু হলো সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪।

রোববার (১৭ নভেম্বর) শিশির ভেজা সকালে লেকপুরী খেলার মাঠে চট্রগ্রাম থেকে আগত কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এবং ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমির মধ্যকার ম্যচের মাধ্যমে শুরু হয় ১০০ বলের টুর্নামেন্ট। প্রথম খেলায় কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ১৯৩ রানের বড় ব্যবধানে ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। 

টসে হেরে আগে ব্যট করতে নেমে সুমন মিয়ার ব্যটে ভর করে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট নির্ধারিত ১০০ বলে দুই উইকেট হারিয়ে ২৫২ রানের পুঁজি সংগ্রহ করে। সুমন মিয়া দলীয় সর্বোচ্চ ৪৪ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। তার ব্যট থেকে আসে ছক্কার ফুলঝুরি। সর্বমোট ১৩ টি ছক্কা হাঁকান চট্রগ্রামের এই ব্যটসম্যন। 

জবাবে দাড়াতেই পারেনি ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি। মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় তদের ইনিংস। কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের বোলার আফনান একাই ধসিয়ে দেন ডিসেন্ট বয়েজের ইনিংস। পাঁচ উইকেট শিকার করেন এই বোলার। ৪৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংসের পর ম্যন অব দি ম্যচ  নির্বাচিত হন কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের সুমন মিয়া।

সর্বমোট ২৪ টি দল অংশগ্রহন করছে ১৫ দিনব্যাপি এই টুর্নামেন্টে। প্রতিদিন ৩ টি খেলা অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লীগের ১০০ বলের টুর্নামেন্ট।


Tags: