বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন একাদশ আসরেও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স।
তবে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনায় নীরব থাকায় তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এমনকি সিলেটের সেই বিক্ষোভে শিক্ষার্থীরা তাকে দল থেকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজিটিকে।
যেকারনে এখনও খেলার মাঠে দেখা যায়নি মাশরাফি বিন মুর্তজাকে। তবে সিলেট স্ট্রাইকার্স এর চেয়ারম্যান মাহিন মাজহার আশ্বস্ত করেছেন ফিট থাকলে সিলেটের হয়ে অবশ্যই খেলবেন মাশরাফি। মাশরাফির মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
"বোর্ড মাশরাফিকে ড্রাফটে রেখেছে। সে আমাদের সঙ্গে দুটি আসরে ছিল। সে দুই আসরেই অসাধারণ ছিল। ওটার কথা যদি চিন্তা করি তাকে আমাদের নিতেই হতো। আমাদের সেট আপ টেনে নেয়ার একটা ব্যাপার তো আছেই। ক্রিকেটে লিডার হিসেবে ওর সেন্স খুবই ভালো। সবসময়ই সে বাংলাদেশকে দিয়ে গেছে।"
মাশরাফির ফিটনেস নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
গত বিপিএলে মাত্র পাঁচ ম্যাচ খেলে বাজে ফিটনেসের কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ান মাশরাফি। এবার কোনও ধরনের অনুশীলন ছাড়া বিপিএলে কীভাবে খেলবেন তিনি সেটা নিয়েও রয়েছে প্রশ্ন।
"সে (মাশরাফি) গ্রেট প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার। আমার আপনাকে প্রশ্ন যদি সে ফিট না হয় তাহলে কি তার খেলা উচিত? বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হবে কেন? একটা ফিট প্লেয়ার অবশ্যই খেলবে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়া উচিত না।"
"একজন ক্রিকেটারকে পারফর্ম করতে হলে ফিট হতে হবে। মাশরাফি যদি মনে করেন তিনি ফিট, আমাদের কোচ যদি মনে করেন তিনি ফিট, তাহলে তার (মাশরাফি) মতামতে আমরা শ্রদ্ধা করব।"
আগামী ৩০ ডিসেম্বর বিপিএল শুরু হলেও পরের দিন মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের প্রথম দুই ম্যাচে একই প্রতিপক্ষ রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াইয়ে নামবে মাশরাফি বিন মর্তুজার সিলেট।
সবকিছু ঠিক হলে টানা তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলবেন মাশরাফি বিন মর্তুজা। আগের আসরে খেলা জাকির হাসান ও তানজিম হাসান সাকিবও আছেন স্কোয়াড। এবারের আসরে অবশ্য নতুন করে যুক্ত হয়েছেন ঘরের ছেলে জাকের আলি অনিক।
জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন ওপেনিং ব্যাটার রনি তালুকদার, পেসার আল-আমিন হোসেন, স্পিনার আরফাত সানি, অলরাউন্ডার আরিফুল হক। নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলামকে নিয়ে শক্তিশালী হয়েছে তাদের স্পিন আক্রমণ। পল স্টার্লিং, জর্জ মুন্সিদের সাথে সিলেটের জার্সি গায়ে বিপিএল মাতাবেন ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্নওয়াল, আফগান ব্যাটার সামিউল্লাহ শেনওয়ারি ও ইংলিশ পেসার রিস টপলি।